বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে দরিদ্রদের মাঝে সহযোগিতা

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করেছে করেছে ৩ বিজিবি লোগাং জোন।

৩১ আগস্ট শনিবার সকাল ১১ টার সময় লোগাং জোন এর সদর দপ্তরে এই সেবা মূলক কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুদান ও বিভিন্ন সহযোগিতা মূলক কার্যক্রম এর মধ্যে দুস্থ গরীব অসহায় পরিবারকে সোলার প্যানেল প্রদান, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ, অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান, অসুস্থ রোগীর ঔষধ ক্রয়ের জন্য ও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা,এতিম শিশুর লেখাপড়ার খরচ, বিধবা মহিলাকে ঘর মেরামতের জন্য নগদ সহযোগিতা, বিভিন্ন অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী ও নেপালে অনুষ্ঠিতব্য দক্ষিন এশিয়ার ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ২ জন খেলোয়াড়কে আর্থিক অনুদান প্রদান করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।

এই সময় জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেষে এলাবার শাস্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

30Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়