শনিবার- ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওতে ভোক্তাধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁওতে ভোক্তাধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ -ইসলামপুর ফকিরাবাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জওহরলাল জানান,নিয়মিত অভিযানের অংশ হিসেবে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারস্থ সহকারী পরিচালক মো:হাসান মারুপের নেতৃত্বে পরিচালিত অভিযানে উক্ত বাজারের মুদির দোকান আল সাউদিয়াসহ দুই প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মুল্য তালিকা না রাখার দায়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযান পরিচালনাকারী দলকে সহায়তা করেন ঈদগাঁও থানা পুলিশের একটি দল।

স্থানীয়রা এ অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, উপজেলার বৃহত্তর ঈদগাঁও বাজারসহ ছোট বড় সব বাজারে দ্রব্য মুল্যের উর্ধগতির অজুহাতে নির্ধারিত মুল্যের চেয়ে ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মুল্য আদায় করছে অধিকাংশ দোকানিরা। তাই নিয়মিত সব বাজারে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান সচেতন ভোক্তা সাধারণ।

15Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়