শুক্রবার- ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ জুন (বুধবার) ছিল সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের নির্ধারিত দিনক্ষণ।

নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদের প্রার্থী এসএম তারেকুল হাসান(দৈনিক কক্সবাজার) ও মো: মিজানুর রহমান আজাদ(দৈনিক সৈকত) মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন সেলিম উদ্দিন (দৈনিক আজকের দেশবিদেশ)। প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় তিনিও সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

ইতিপূর্বে অবশিষ্ট ৫ টি পদের অনুকূলে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা প্রদান না করায় সহসভাপতি,যুগ্ম সম্পাদক , সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক,প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সূত্রে নিশ্চিত হওয়া গেছে । দায়ীত্ব প্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি বিধিমোতাবেক তাদের বিজয়ী ঘোষণা করবেন।

প্রধান নির্বাচন কমিশনার আজাদ মনসুর জানান, তফসিল অনুযায়ী ২৬ জনু নির্ধারিত সময়ের ৩ জন সভাপতি প্রার্থীর মধ্যে দুই জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় সভাপতি পদে একমাত্র প্রার্থী রয়েছেন সেলিম উদ্দিন।
তিনি আশা প্রকাশ করে বলেন, সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদে নাছির উদ্দিন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার ও আতিকুর রহমান মানিক (দৈনিক নয়া দিগন্ত) প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় উক্ত পদে আগামী ২৮ জুন সুষ্ঠু ও সফলভাবে নির্বাচন পরিচালনার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এদিকে ঈদগাঁও উপজেলার মূল ধারার সাংবাদিকদের বুনিয়াদী সংগঠন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া পাড়া ও উপজেলার সচেতন মহলে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়