চট্রগ্রামের লোহাগাড়ায় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ করে দেয়ার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
২ জুন (রবিবার) দুপুরে চট্রগ্রাম ককসবাজার মহাসড়কের উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বার আউলিয়া কলেজের এবারের নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে কৃতকার্য না হওয়ায় প্রায় ৪০০ শিক্ষার্থী ফরম পূরণের সুযোগ দিচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ। যার ফলে শিক্ষার্থীরা ফরম পূরণ করতে দেয়ার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ পূর্বক বিক্ষোভ করে।
মানবন্ধন ও বিক্ষোভের কারনে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কে উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে। তীব্র তাপদাহে যানবাহনে আটকা পড়ে দুর্ভোগ পড়েন দূরপাল্লার যাত্রীরা।পরে পুলিশ এসে পরিস্হিতি স্বাভাবিক করে।
শিক্ষার্থীরা জানান, পার্শ্ববর্তী অন্যান্য কলেজে সেসব শিক্ষার্থীদের এইচএসসি নির্বাচনী পরীক্ষায় যারা সকল বিষয়ে কৃতকার্য হতে পারেনী তাদের কাছ থেকে বার বার সম্পূরক পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করে ফরম পূরণ করার সুযোগ দিয়েছে। কিন্তু বার আউলিয়া কলেজ কর্তৃপক্ষ সেই সুযোগটি দেয়নী। যার ফলে প্রায় ৪০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করা থেকে বঞ্চিত হচ্ছে।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার হিরু বিকাশ দে খাইরুল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফরম পূরণের দাবিতে বিক্ষোভ করেছিল। এই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের কথা বলা হয়েছে।তবে শিক্ষার্থীদের বিক্ষোভের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ এখনো কোন লিখিক অভিযোগ করেনী।
শিক্ষার্থীদের বিক্ষোভের ব্যাপারে জানতে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম উদ্দিনকে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় এ ব্যাপারে তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।