বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ

কক্সবাজারে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ করেছেন আনারস প্রতীকের প্রার্থী ও সমর্থকরা।

মঙ্গলবার তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দুপুর নাগাদ অনিয়মেন অভিযোগ তুলেন সেলিম আকবর।

ভোটে টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেবের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেন। শুধু তাই নয়, ভোট কক্ষে টেলিফোন প্রতীকে নিজস্ব লোক দিয়ে ভোট মারার অভিযোগ করেন তারা।

তারা ওই অনিয়মের বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুর ১টা থেকে ২ টা পর্যন্ত তাদের কর্মী-সমর্থকদের নিয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাহ বাস ষ্টেশন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট নিক্ষেপ করতে থাকেন। বিক্ষোভকারীদের ইটের আঘাতে বেশ কজন পুলিশ সদস্য আহত হন। পরে সেখানে অতিরিক্ত র্যাব- পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেন। এসময় বিক্ষোভকারীরা পালিয়ে যায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রন্জন চাকমা বলেন, পরিস্থিতি শান্ত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট সচল করে যানবাহন চৱাচলে স্বাভাবিক করা হয়েছে।
এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়