বান্দরবানে শ্রমজীবি মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ বান্দরবান জেলা শাখা।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ বান্দরবান পার্বত্য জেলা শাখার আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব লুসাইমং মার্মার সঞ্চালনায় বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই শ্রমজীবি মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন।
জানা যায়, এসময় প্রায় ৫০ জন শ্রমজীবি মানুষকে ঈদ উপহার বিতরণ করেন।
এসময় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
0Shares