রবিবার- ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

দীঘিনালায় আগুনে পুড়ল ২০টি দোকান, ক্ষতি ৫০লাখ

দীঘিনালায় আগুনে পুড়ল ২০টি দোকান, ক্ষতি ৫০লাখ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় উপজেলার মেরুং বাজারের ২০টি দোকান আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে ব্যবসায়ীরা।

৩ মার্চ (বুধবার) ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি দোকানে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা না গেলেও বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, ব্যাটালিয়ন আনসার সহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

ঈদকে সামনে দোকানগুলোতে ভরপুর মালামাল ছিলো। এ ঘটনায় ২০টি দোকানে আনুমানিক প্রায় অর্ধকোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, আমরা মেরুং বাজারে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যবসায়ীর মাঝে শুকনো খাবার, কম্বল, টিন ও নগদ অর্থ বিতরণ করেছি।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়