রবিবার- ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওতে ভাসমান অবস্থায় যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁওতে ভাসমান অবস্থায় বাদশাহ মাঝি নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবার ড্রাম পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। তবে স্থানীয়রা প্রথমে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি মৃত যুবকের পরিচয় শনাক্ত করে বলেন, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার হায়দর আলীর পুত্র

বাদশাহ মিয়া (প্রকাশ বাদশাহ মাঝি)।  তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাদশাহ মুলতঃ মানসিক ভারসাম্যহীন ছিল, দীর্ঘ চিকিৎসার পরও সুস্থ হননি। গতকাল তাকে রামুর জোয়ারিয়া নালায় একজন হুজুরের কাছে নিয়ে যাওয়ার পথে তিনি পালিয়ে যান। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

14Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়