শনিবার- ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য হলেন বজলুর রশিদ বজল

ঈদগাঁওতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য হলেন বজলুর রশিদ বজল

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন বজলুর রশিদ বজল। নির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় তাকে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সোমবার (১ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেন।

সুত্রে জানা গেছে, উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই নম্বর ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন বজলুর রশিদ বজল। উক্ত ওয়ার্ডে আর কোন মনোনয়নপত্র জমা না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০এর বিধি ২১ অনুসারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪) তাঁহাকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের দুই নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন।

বজলুর রশিদ বজল উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মোঃ হোসেনের ছেলে।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আগামি ২৮ এপ্রিল এ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদের প্রার্থীরা। প্রথমবারের মতো নবসৃষ্ট এ উপজেলার সবকটি ইউনিয়নে প্রায় ৯০ মাস (সাড়ে ৭ বছর) পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪৫ টি ওয়ার্ডে মোট কেন্দ্র ৪৭ টি। ভোট কক্ষ ২৪১ টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৪ টি। মোট ভোটার সংখ্যা ৮৮.৭৫৮ জন।

2Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়