খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিএনপি’র সারাদেশের কর্মসূচির আওতায় পানছড়িতে উপজেলা বিএনপি আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
( ০৫ ফেব্রুয়ারী) বুধবার বিকাল সাড়ে ৪ টায় পানছড়ি উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষে জিয়া স্কয়ার এসে প্রতিবাদ সমাবেশ করেন
এই সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছ।
দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের প্রতিহত করতে দল মত নির্বিশেষে সকল জনসাধারণকে ঐক্যমত গড়ে তোলার আহ্বান জানান।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনে ও উপজেলা বিএনপি’র অঙ্গ-সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।