বান্দরবান প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে নতুন অস্থায়ী সদস্যপদ পাওয়া ইলেক্সট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২১ সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।
সোমবার ২৮অক্টোবর দুপুরে প্রেস ক্লাবের কনফারেন্স রুমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির এর সঞ্চালনায় সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় বরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এ ক্লাবের ভাবমূর্তি অব্যাহত রাখতে চেষ্টা করেছি। প্রেস ক্লাবের নতুন অস্থায়ী সদস্যরা সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। আপনাদের সততা, কর্ম ও মেধা দিয়ে আগামীতে বান্দরবান প্রেস ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহŸান জানান।
এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ওসমান গণি, একেএম জাহাঙ্গীর, নাছিরুল আলম, আবুল বশর সিদ্দিকী, মিনারুল হক, কৌশিক দাশ। বরণকরা সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শাদাত উল্লাহ, এইচএম স¤্রাট, জহির রায়হান, বাসু দাশ, ইসমাইল হাসান, মংখিং মারমা, আবুল বাশার নয়ন, রিজভী রাহাত। এর আগে নতুন সদস্যের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব কর্মকর্তারা।