শুক্রবার- ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন

উৎসবমুখর পরিবেশে বান্দরবানের লামা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৫-২০২৬ সেকশনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লামা উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারী) জেলা পরিষদ রেস্ট হাউজ হল রুমে সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি জনাব অধ্যাপক ফারুক আহমদ,বিশেষ অতিথি ছিলেন মোঃ তৌফিকুল ইসলাম,সেক্রেটারী শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মোহাম্মদ ইব্রাহীম,সভাপতি,বাংলাদেশ জামায়েত ইসলামী লামা উপজেলা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে একটি মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা সকাল ১০টায় লামা বাজার প্রদক্ষিন করে গেস্ট হাউজের ২য় তলায় সম্মেলনস্থলে এসে মিলিত হয়।এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লামা উপজেলা শাখার ৩৮ সদস্যের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন।

সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি মো,আকবর,সাধারণ সম্পাদক হয়েছেন মো,শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মৌ:শাহিন নির্বাচিত হয়েছেন।শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য সদস্যবৃন্দসহ আগত অতিথিগণ উপস্থিত ছিলেন।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়