মঙ্গলবার- ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন

শিক্ষা ও নৈতিকতা প্রসারে অসামান্য অবদান রাখা ও দীর্ঘ ১০ বছর এই মহান পেশায় নিজেকে আত্মনিয়োগ করায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হাফেজ মাওলানা মহি উদ্দীনকে আজীবন সম্মাননা দিয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী ট্রাই লিংগুয়াল শিক্ষা প্রতিষ্ঠান পীস স্কুল এন্ড কলেজ পরিবার।

গত বৃহস্পতিবার রাতে শিক্ষাঙ্গনে অনুষ্ঠিত ফ্যামিলি লাইট প্রোগ্রামে এই সম্মাননা প্রদান করেন পীস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ মাহফুজুর রহমান, আইআইইউসি ট্রাষ্টি মেম্বার ও ভাইস চেয়ারম্যান আনোয়ার ছিদ্দিক চৌধুরী,সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী,পরিচালনা পর্ষদ সদস্য আব্দুল মতিন চৌধুরী,মোহাম্মদ শোয়াইব চৌধুরী,আক্তার হোসাইন,নুর উদ্দীন,আশফাকুর রহমান ও অধ্যক্ষ তোফায়েল আজম সহ কমিটির সকল সদস্য,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,কর্মকর্তা-কর্মচারি ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাঁহাশিয়াখালী গ্রাম থেকে উঠে আসা হাফেজ মাওলানা মহি উদ্দীন উপজেলার ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল ও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা আলিম শেষ করেন।

সর্বশেষ চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিস থেকে মাস্টার্স ও দারুল উলুম আলিয়া মাদ্রাসা থেকে কামিলে সর্বোচ্চ ফলাফল অর্জনের মধ্যদিয়ে শিক্ষাজীবনের সমাপ্তি করেন।

চাকরি জীবনে পীস স্কুল এন্ড কলেজে শিক্ষক হিসেবে দীর্ঘ ১০ বছর সুনামের সাথে পাঠদান করেন।
বর্তমানে তিনি চট্রগ্রামের প্রথম ও একমাত্র ISO-15189 অ্যাক্রেডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ারে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

আজীবন সম্মাননা পেয়ে তিনি মহান আল্লাহ তা আলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন তার এই সফলতা অর্জনে বিশেষ কৃতজ্ঞতা জানান মা দিলখুশা বেগম,বাবা মমতাজ আহমেদ ও বড় ভাই জসিম উদ্দিনকে। একই সাথে সহধর্মিণী মর্জিনা আক্তার, ছোট ভাই জুবাইর উদ্দিন,তামজিদুল ইসলাম, ইমরানুল ইসলাম শাওনসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সম্মাননা প্রদান করায় প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান মহিউদ্দিন।

19Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়