পবিত্র জুমার নামাজের মধ্যে দিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চাকফিরানীতে নব নির্মিত “ “চাকফিরানী নতুন পাড়া জামে মসজিদ” এর উদ্বোধন এবং তা’লীমুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা ও ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাফর আলম রবিন।
শুক্রবার (৩ জানুয়ারী ) দুপুরে বায়তুশ শরফ দরবার শরীফের রাহবার আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) মসজিদের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি মসজিদ নির্মাণ করার। আজ আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। মসজিদের সাথে গভীর সম্পর্ক হলেই মানুষের কল্যাণ হবে।
মসজিদের সাথে সম্পর্ক স্থাপন অর্থ আত্মিক প্রশান্তি লাভ, আল্লাহর নৈকট্য অর্জন ও ঈমান-আমল উন্নত করার এক পবিত্র ও বরকতময় উপায়। মুমিনের কর্তব্য, মসজিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং একে জ্ঞান, হেদায়েতের পথ ও ইহ ও পরলৌকিক সফলতার কেন্দ্র মনে করা। মসজিদের সাথে সম্পর্ক ঈমানের অংশ।
এসময় উপস্থিতি ছিলেন , বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান মোঃ জুনাইদ চৌধুরী, মাষ্টার ছরওয়ার কামাল, মাস্টার মোজাম্মেল হক, মাস্টার ইসহাক, ইসলামিক ও আইসিস এর চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, মোঃ লোকমান, মোঃ কায়েস, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব আবুল মনসুর, আবদুল আজিজ, মোহাম্মদ আলী, কালু মিয়া, এনামুল হক, মনজুর, সাইফুল, আরিফ, পারভেজ ও জাহাঙ্গীর প্রমুখ।
উদ্বোধনী দিনে এ মসজিদে প্রায় ১ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন- ইসলামিক ওয়াসিস এর চেয়ারম্যান মুজিবুর রহমান, নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম. জি. আ)।