চট্টগ্রামের লোহাগাড়া শ্রমিকলীগ নেতা খোরশেদ আলমকে (৬৫) বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনে হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
৩এপ্রিল(বৃহস্পতিবার) রাত ১০টার দিকে উপজেলার সদর আমিরাবাদ মোটর ষ্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত খোরশেদ আলম উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার মৃত ছগির আহম্মদ পুত্র ও লোহাগাড়া উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, খোরশেদ আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় লোহাগাড়া থানায় ৪টি ও পাচঁলাইশ থানার ফয়সাল আহম্মেদ শান্ত হত্যার আরো একটি মামলা রয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় লোহাগাড়ায় চারটি মামলা রয়েছে। তাছাড়া পাচঁলাইশ থানার ফয়সাল আহম্মেদ শান্ত হত্যার মামলার ও তালিকাভূক্ত আসামী।