চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় আয়েশা বেগম(৭৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৪জুলাই(বৃহস্পতিবার)সকাল ৮টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুইচ পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্হানীয় ইউপি সদস্য শব্বির আহামদ দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আয়েশা বেগম উপজেলার পদুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড খোন্দকার পাড়ার বাসিন্দা ইউনুসের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ক্লাবের সামনে থেকে মহসড়ক পারাপারের সময় কক্সবাজার অভিমূখী দ্রুতগামী গ্রীনলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আয়েশা।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ওসি খান মুহাম্মদ এরফান যুগান্তরকে বলেন,ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।