শনিবার- ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লোহাগাড়ায় নিহত ইশমামুলের পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লোহাগাড়ায় সন্তান ইশমামুল হকের পরিবারের সাথে স্বাক্ষাত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

১৮আগষ্ট (রবিবার)সকালে তিনি  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লোহাগাড়ার সন্তান ইশমামুল হকের কবর জিয়ারত শেষে পরিবারের সাথে স্বাক্ষাত করেন।

তিনি বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবাই জাতীয় বীর,ছাত্ররাই বাংলাদেশের প্রতিটি দূর্যোগে লড়াকু ভ্যানগার্ডের মত জীবনবাজি রেখে দেশ রক্ষা করেছে।

তিনি আরো বলেন, ছাত্ররা যেভাবে দেশকে পুনরায় স্বাধীন করেছে এর রক্ষনাবেক্ষনে ও তাদের ভূমিকা রাখতে হবে।আন্দোলনে নিহত ও আহতদের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে।এদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব ও আমরা নিয়েছি।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম ৫আগষ্ট দূবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া উপজেলা পরিষদ ভবন ও লোহাগাড়া থানা ভবন ও পরিদর্শন করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসান,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান,ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

গত ৫ আগস্ট ঢাকার চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মিছিলে গুলিবিদ্ধ হন ১৭ বছর বয়সি ইশমামুল হক। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পরদিন ৬ আগস্ট রাত ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়