শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

লোহাগাড়ায় দেশীয় তৈরী অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি দেশীয় তৈরী অস্ত্র, দা এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

৫ মে (রবিবার) বিকেল ৪টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা এলাকার রিফাতের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়েছে। রিফাত ঐ এলাকার ছিদ্দিক আহমদের পুত্র।

লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, রিফাত এলাকার ত্রাস সৃষ্টি করে আসছে দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষে বিছানায় বেডের নিচে লুকায়িত একটি দেশীয় তৈরী অস্ত্র, একটি ধারালো দা ও অস্ত্র,বানানোর সরঞ্জামাদি জব্দ করা হয়।

রিফাত ও তার সাথে থাকা কয়েকজন সুকৌশলে পালিয়ে যায়।তার বিরুদ্ধে অস্ত্র,মাদক,হত্যা চেষ্ঠা,বিস্ফোরক আইনে,মারামারি মামলাসহ ৫ এর অধিক মামলা রয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন বলে ও জানান তিনি।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়