চট্টগ্রামের লোহাগাড়ায় এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম ও দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে।
২৫ আগষ্ট(রোববার) বিকেলে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজারে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ব্যবসায়ী বদিউল আলম(৪৫) বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড় মাষ্টার পাড়ার বাসিন্দা আহমেদ হোসেনের ছেলে এবং সেনেরহাট বাজারের ব্যবসায়ী।
গুরুতর আহত বদিউল আলমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যবসায়ীর ভাই ফরিদুল আলম জানান, রোববার সন্ধ্যায় অতর্কিত ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী দোকানে হামলা করে ব্যবসায়ী বদিউল আলমকে কুপিয়ে গুরুতর আহত করে রাস্তার ওপর ফেলে রাখে। সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে আত্মীয়-স্বজনরা এগিয়ে গুরুতর জখম বদিউল আলমকে উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হৈমন্তী জানান হামলায় আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম আছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদুল আলম আরো জানান, এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আহমদ,ইমন চৌধুরী,বাহার উদ্দীন,লিটন চৌধুরী সহ ১৫-২০ সন্ত্রাসী হামলা ও লুটপাটে জড়িত রয়েছে।আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। দোকানে ক্যাশ বক্স থেকে দেড় লাখের বেশি নগদ টাকা লুট করে নিয়ে গেছে। ফার্মেসীর ভেতরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে আসবাবপত্র ভাংচুর করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছে, তার মাথায় গুরুতর জখম রয়েছে। ৭২ ঘন্টা আগে কিছু বলা সম্ভব নয়। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন,
পূর্বশত্রুতার জের ধরে বদিউল আলমকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।