রবিবার- ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লোহাগাড়ায় অবৈধ স্হাপনার বিরুদ্ধে বনবিভাগের উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের লোহাগাড়ায় বনবিভাগের জায়গায় অবৈধভাবে টিনশেড ঘর নির্মান করে সরকারি সম্পদ দখলদারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন বনবিভাগ।

৩জুলাই(বুধবার)চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেন্জের সাতগড় বনবিটের আওতাধীন বড়ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়,চুনতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়ঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে এনাম(৩৫) বনবিভাগের জায়গায় ঘর নির্মান করছিল এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নির্মাণাধীন সেই টিনশেড ঘরটি ভেঙ্গে দিয়ে বনবিভাগের জায়গা উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বনবিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি জানান, বড়ঘোনা এলাকায় জনৈক শাহ আলমের ছেলে মোহাম্মদ এনাম (৩৫) বনবিভাগের সংরক্ষিত জায়গায় অবৈধভাবে একটি টিনশেড ঘর নির্মাণ করেন ।

বিষয়টি জানার পরপরই ঘটনাস্হলে গিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ বিষয়ে বনআইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়