শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামা রিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর অফিস উদ্বোধন

বান্দরবানের লামা উপজেলায় রিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর অফিস ঘর সংস্কার পরবর্তী শুভ উদ্বোধন হয়েছে ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আইয়ুব আলী কোম্পানী, সাবেক ভাইস চেয়ারম্যান।

বৃহত্তর লামা উপজেলার বিগত ৯০’র দশকে ছাত্রদল নেতা আইয়ুব আলী কোম্পানি লামার কিংবদন্তি প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলী মিয়ার সুযোগ্য সন্তান। এই উপজেলা মহুকুমা থাকাকালে প্রথম শ্রমিক সংগঠন ‘ লামা রিক্সা চালক সমিতি’।

সময়ের চাহিদা পূরণে রিক্সার ধরণ পাল্টালেও পেশা পাল্টাইনি বহু প্রান্তিক মানুষের। এক সময় এই সংগঠনটির জৌলুশ ছিল। এর ফলে বান্দরবান বাজার ফান্ড প্রশাসন সংগঠনের নামে বর্তমান পৌর শহরে প্লট বরাদ্দ ও স্থাপনা করে দেন। পরিবর্তনের হাওয়ায় পুরাতন অনেক রিক্সা শ্রমিকের চেহারার বর্তমান রুপ সাংগঠনিক রাজনৈতিক নেতা। তাদের কেউ কেউ অতীত সহকর্মিদের ভুলে গেছেন।

তবে সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও সগঠনের উপদেষ্টা মোঃ আইয়ুব আলী কোম্পানি বৈশিষ্ট্যগতভাবে সব সময় শ্রমিকদের পাশে থাকে।শুক্রবার,১৩ ডিসেম্বর লামা রিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর আয়োজনে,আলহাজ্ব মোঃ আইয়ুব আলী কোম্পানী,রিক্সা চালক সমবায় সমিতি লিঃ এর অফিস ঘর সংস্কার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ।

21Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়