শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামা ছাত্র জনতা পরিষদের”ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন”অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বান্দরবানের লামা উপজেলা প্রশাসনের বিজয় মেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার সকাল থেবে ২য় নং স্টলে”রক্ত দিন জীবন বাঁচান” এই স্লোগানে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বিজয় মেলায় লামা ছাত্র জনতা পরিষদের আয়োজনে “ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন”অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দ:)লাবনী আক্তার তারানা।প্রসাশনের অন্যান্য কর্মকর্তাগন।সার্বিক সহযোগিতায় ছিলেন লামা আলিঙ্গন হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান ও লামা ছাত্র জনতা পরিষদ এর সদস্য আবু কাওছার,আনোয়ার হোসেন,হাসান মাহমুদ, নাজিম উদ্দীন,মো: মনির হোসেন,জামাল হোসেন,মাসুদ পারভেজ,রিয়াজ,আমির হামজা,মো:জীবন সহ লামা ছাত্র জনতা পরিষদ এর সদস্য বৃন্দ।

31Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়