বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

লামা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামীলীগ

লামা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামীলীগ

ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানের লামায় উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২১ এপ্রিল) লামা উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, লামা উপজেলায় চেয়ারম্যান দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে একজন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন মজুমদার এবং অপরজন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: মোস্তফা জামাল।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো: জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাস, মো: সাইদুর রহমান ও মোহাম্মদ আব্বাস উদ্দিন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিল্কী রানী দাশ, বৈশালী বড়ুয়া, সোলতানা নাজমা।

উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষদিনে লামা উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন করে এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৪ জন এবং মহিলা ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কেউ যদি নির্বাচনে অংশ গ্রহণ করে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

এমন সিদ্ধান্তে লামা উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন বলেন, আমরা দলের সিদ্ধান্তে এই নির্বাচন বয়কট করছি। কেউ যদি দলের সিদ্ধান্তের বাহিরে নির্বাচনে অংশ গ্রহণ করে তাহলে দল তাকে আজীবনের জন্য বহিষ্কার করবে। আমরা এককথায় নির্বাচন বয়কট করলাম, আমরা কেউ ভোট দিতে যাবো না।

বহিষ্কার ও নির্বাচনের বিষয় নিয়ে জাকির হোসেন মজুমদার বলেন, আমি জনগণের জন্য রাজনীতি করি। আমি জনগণের সুখে দুঃখে একসাথে থাকতে চাই। আমি বিএনপির যে কমিটিতে ছিলাম তা অনেক আগেই সে কমিটি বিলুপ্ত হয়ে গেছে। আমি এখন কোন পদে নাই আর বহিষ্কার করার ভয়ও নাই। আমি যদি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয় তাহলে এ অবহেলিত লামা উপজেলাকে আধুনিক উপজেলায় রুপান্তর করবো।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়