বুধবার- ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামায় ৭ তামাক শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্ঘম বমুখাল নামক এলাকা থেকে  বুধবার গভীর রাতে তিনটি তামাকের খামার বাড়ি থেকে ৭ জন তামাক চাষী ও শ্রমিক কে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়,১৪ জানুয়ারী গভীর রাতে  সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসী বাহিনীরা সিভিল পোশাক পরিধান করে  হাতে লাঠি নিয়ে তামাকের  খামার বাড়িতে আসে এবং ৩ টি খামার বাড়ি থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণকৃত  ব্যক্তিরা তামাক  ক্ষেতে কাজ করে বলে জানা যায়। অপহৃতরা হলেন,মোঃ আমিন(৩৫) খামারের মালিক, মোঃ আলেক্স জোহার(৩৫) শ্রমিক, মোঃ শফি আলম(৩২) শ্রমিক, মোঃ সাকিব (১৪) খামার মালিকের ছেলে, মোঃ জাভেদ(২৬) শ্রমিক, আসাদ (১৮) শ্রমিক, মোঃ আবু হানিফ(২১) শ্রমিক।

অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহদাৎ হোসেন বলেন, লামার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বুধবার গভীর রাতে পাহাড়ী সন্ত্রাসীরা সাত জনকে অপহরণ করে নিয়ে যায়। খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়