রবিবার- ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

লামায় হাতিসহ এক মাহুতকে আটক করেছে বনবিভাগ

লামায় হাতিসহ এক মাহুতকে আটক করেছে বনবিভাগ

বান্দরবানের লামা উপজেলা সরই ইউনিয়নের গহীন বনে হাতি দিয়ে গাছ টানার সময় পোষা হাতিসহ মাহুতকে (হাতির কেয়ারটেকার) আটক করেছে বনবিভাগ।

শনিবার (২৩ মার্চ) সকাল ১১টার সময ইউনিয়নের লেমুপালং মৌজার গহীনে শিল ঝিরি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আরিফুল হক বেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হাতি ও মাহুতকে লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আনা হচ্ছে। একই সঙ্গে জব্দ করা গাছগুলোর ঘনফুট পরিমাপের কাজ চলছে। অবৈধভাবে হাতি দিয়ে গাছ টানা কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সুত্রে জানা যায়, গত তিন-চার মাস ধরে শিল ঝিরির বিস্তীর্ণ এলাকার প্রাকৃতিক বনের মূল্যবান নানা প্রজাতির গাছ কাটা চলছিল এবং সেসব গাছ ভাড়া করা হাতি দিয়ে টেনে খাল ও বিভিন্ন ঝিরিতে মজুদ রাখা হয়।

স্থানীয়দের অভিযোগ, মজুদকৃত গাছগুলো পাচার করতে এস্কেভেটর দিয়ে পাহাড় কেটে রাস্তা করা হয়। কোনো ধরণের অনুমোদন ছাড়া পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার চৌধুরী পাড়ার মোরশেদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

বন বিভাগ সূত্র জানায়, লেমুপালং মৌজায় হাতি দিয়ে প্রাকৃতিক বনের গাছ টানার খবর পেয়ে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন লামা বিভাগীয় বন কর্মকর্তা। শনিবার সকালে পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঝিরি এলাকা থেকে গাছ টানা একটি পোষা হাতিসহ মাহুতকে আটক করে বনবিভাগ।

37Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়