বান্দরবানের লামায় স্বামীর সহযোগিতায় ২য় স্ত্রী গনধর্ষনের অভিযোগ উঠেছে।মঙ্গলবার রাতে লামা থানায় মামলার সূত্রে বুধবার ১২ মার্চ ভোরে পুলিশের অভিযানে স্বামী রুবেল হোসেন ও সাগর নামে এক যুবকসহ দু’জনকে আটক করেছেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মিরিঞ্জা ভ্যালীর নৈশ প্রহরী রুবেল হোসেনসহ অন্য চারজন দ্বারা ধর্ষিত হন এক সন্তানের জননী। পুলিশকে দেয়া তথ্যমতে ধর্ষিতা নারীর স্বামী রুবেল নেশা করে শুয়ে থাকে অন্য চারজন মিরিঞ্জা ভ্যালী এগেইনের কটেজে বন্ধি রেখে তিন দিন যাবত ধর্ষণ করে। ধর্ষিতা নারী শনিবার থেকে ধর্ষনের শিকার হওয়ার অভিযোগ করলেও পুলিশের তথ্য বলছে ঘটনা রোববার থেকে। মঙ্গলবার সকালে পালিয়ে ধর্ষিতা নারী লামা হাসপাতালে চিকিৎসা নেয়। পুলিশ ধর্ষনের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে। ধর্ষিতা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এদিকে ধর্ষিতার স্বামী রুবেল হোসেন সোমবার একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সেখানে দিনের বেলায় একটি কটেজ থেকে স্থানীয় এক যুবক বের হয়ে আসতে দেখা যায়। তার কিছুক্ষণ পর রুবেলের স্ত্রীকে বের হতে দেখা যায় ভিডিওতে। গোপনে ভিডিওটি ধারণ করেন রুবেল নিজেই। সেখানে সে এলাকাবাসীকে উদ্দ্যেশ করে বলতে থাকে, তার ছোট স্ত্রী অন্য লোকের সাথে অবৈধ সম্পর্ক করে।তার ছোট স্ত্রী লাইনঝিরি গ্রামের বাসিন্দা এক যুবকের সাথে রিলেশন করে এবং ওই যুবককে নিয়ে সোমবার রিসোর্টে আসে। এই ভিডিও করার পর রুবেল হোসেন রাতে তার স্ত্রীর সাথে ছিল বলেও জানায়। পরদিন সকালে রুবেলকে ঘুমে রেখে তার স্ত্রী কটেজ থেকে বের হয়ে যায়। ধর্ষনের বিষয়টি আদৌও সত্য কিনা সেটাও নিশ্চিত করতে পারছেন না পুলিশ। স্থানীয় সূত্রে জানাযায়, কয়েক বছর আগে আলীকদম উপজেলা চৈক্ষ্যংগ্রামের বাসিন্দা এই নারীর সাথে অবৈধ সম্পর্কের জের ধরে জেল খেটেছিলেন রুবেল। পরে রুবেল দ্বিতীয় স্ত্রী হিসেবে এই নারীকে বিবাহ করেন। বিবাহের পর থেকেই তাদের মধ্যে মনমালিন্য চলে আসছিলো। মিরিঞ্জা ভ্যালীর মালিক মোঃ জিয়াউর রহমান জানান, রুবেল হোসেন তাদের নৈশ প্রহরী হিসেবে দুই মাস ধরে চাকরি করছে রমজানে পর্যটকদের আগমন না থাকায় রুবেল হোসেন তার দ্বিতীয় স্ত্রীকে রিসোর্ট কটেজে নিয়ে রেখেছে, যা আমিও জানতাম না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ(ওসি)তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান,নারী ও শিশু নির্যাতন আইনে ৯(৩) /৩০ ধারায় এজাহার দায়ের করেছে ভিকটিম সেলিনা আক্তার (১৮) সে
রুবেল হোসেনের দ্বিতীয় স্ত্রী। রুবেল সহ ৪ জনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করেছে। বুধবার ভোরে পুলিশ রুবেল হোসেন ও সাগর নামে দু’জনকে আটক করেছি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।