মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে এবং উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের একটি কক্ষে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
বুথ উদ্বোধনীতে আরও উপস্থিত ছিলেন, লামা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইউনিয়ন পরিষদের সচিব, কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সাংবাদিক এবং বিভিন্ন প্রান্ত হতে আসা সেবাপ্রার্থীগণ।
অনুষ্ঠানে সর্বজনীন পেনশন স্কিম গঠনের প্রেক্ষাপট, স্কিমের বৈশিষ্ট্য, সুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সকলের কার্যপরিধি ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। সর্বজনীন পেনশন স্কিমে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনাপূর্বক কর্মপন্থা নির্ধারণ করা হয়।
এছাড়াও ফেস্টুন, বান্যার ও বিলবোর্ডের মাধ্যেমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে যাতে সর্বজনীন পেনশন স্কিমের বিষয়টি জনগণের মাঝে পরিচিত লাভ করে।