বান্দরবানের লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া নিবাসি বীর মুক্তিযোদ্ধা হেলু মিয়া(৯৩) মারা গেছেন।
(৩১ ডিসেম্বর মঙ্গলবার) বেলা ১১টার দিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লামা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ চেয়ারম্যান পাড়ার মীম ফিলিং স্টেশনে বাদ আছর জানাজার নামাজ শেষে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার (অঃদা) রুপায়ন দেব এর উপস্থিতিতে লামা থানার পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন। এসময় লামা উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা হেলু মিয়াকে চেয়ারম্যান পাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। বীর মুক্তিযোদ্ধা হেলু মিয়া মৃত্যুকালে স্ত্রী,এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। এই বীর ১৯৩২ সালে ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার হাতুড়াবাড়ি গ্রামে জন্ম গ্রহন করেন। ১৯৭৯ সালে সে পার্বত্য লামা উপজেলায় পুনর্বাসিত হয়ে বসবাস শুরু করেন।