রবিবার- ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

লামায় মাতামুহুরি নদী থেকে অবৈধ বালু উত্তোলন 

লামায় মাতামুহুরি নদী থেকে অবৈধ বালু উত্তোলন 

ইলিয়াছ সানি, নিজস্ব প্রতিবেদকঃ

বান্দরবানের লামা পৌরসভার ছাগলখাইয়া এলাকায় বয়ে যাওয়া মাতামুহুরি নদীতে সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে মহোৎসব চলছে। এসব বালু দিনে রাতে শত শত ট্রাক পাচার করছে আলীকদম, থানচিসহ বিভিন্ন উপজেলায়। এতে ভেঙে যাচ্ছে নদীর দু’পাড়। বিলীন হচ্ছে ফসলের জমি, রাস্তাঘাট, ব্রিজ, পাহাড়সহ বসতবাড়ি। প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ বালু উত্তোলন করলেও নেই কোন কার্যকর পদক্ষেপ।

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সঙ্গে জড়িত রয়েছে শক্তিশালী একটি চক্র। এ কারণে স্থানীয়রা প্রকাশ্যে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

জানা যায়, শ্রমিক লীগ নেতা মো: শামীমের নেতৃত্বে মাতামুহুরি নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন করে পাচার করছে স্থানীয় যুবলীগ নেতা জহির। তাকে পরোক্ষ সহায়তা করছে স্থানীয় প্রশাসন এমন অভিযোগও উঠেছে। ব্যাপক বালু উত্তোলনের কারণে এলাকার অর্ধশত ব্রিজ, রাস্তাঘাট হুমকীর মুখে।

স্থানীয়রা জানান, মাতামুহুরি নদী থেকে প্রতিদিন ১০০-১৫০ ট্রাক বালু বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে মাতামুহুরি নদী হুমকিতে পড়েছে। পৌরসভা এলাকার কিছু প্রভাবশালী লোকজন এই পরিবেশ ধ্বংসের সাথে জড়িত। বালু ব্যবসায়ীরা ক্ষমতাবান হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন কোনো উদ্যোগও নিচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার পৌরসভার ছাগলখাইয়া এলাকায় মাতামুহুরি নদী পাড়ে বিশাল বালুর স্তুপ করা হচ্ছে। এসব স্তুপে একদিকে সেলু মেশিন দিয়ে বালু উত্তোলন আরেক দিকে ট্রাক ভর্তি করা হচ্ছে পাচার উদ্দেশ্য।

এই বিষয়ে শ্রমিক লীগ নেতা মো: শামিম অবৈধ বালু উত্তোলনের কথা অস্বীকার করে বলেন, ছাগলখাইয়া বালুর পয়েন্ট আমার নাই। ওখান থেকে বালু উত্তোলন করছে স্থানীয় যুবলীগ নেতা জহির।

তবে এই বিষয়ে জহির বলেন, শামীম ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনসহ সবাইকে ম্যানেজ করার জন্য। এই পয়েন্ট থেকে বালু আমি উত্তোলন করছি। অনুমতি নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে অনুমতি কে দিবে? সবাইকে ম্যানেজ করেই বালু উত্তোলন করছি, আপনার সাথে দেখা করবো।

বিষয়টি নিয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, আমি এ বিষয়ে অবগত নই। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে খোঁজ নিয়ে ঘটনা স্থলে যাব। প্রয়োজন হলে মোবাইল কোর্টে ব্যবস্থা গ্রহণ করবো।

26Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়