মঙ্গলবার- ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের যুব সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টায় লামা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচিং
প্রু জেরী,সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সাবেক সংসদ সদস্য ৩০০ নং আসন বান্দরবান।লামা উপজেলা পরিষদ চত্বরে যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাবেশে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, উপাজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল হোসেন ভুইয়া, সভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হ্রাগ্যচিং মারমা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সুলতান আকবর মোমিন, পৌর যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন সহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্ববৃন্দ।

এর আগে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সহকারে শত শত নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে জমায়েত হয়।উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সমাবেশ স্থলে সমবেত হয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী,সাংবাদিকসহ প্রমুখ।

43Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়