“হাতি করলে সংরক্ষণ, রক্ষা হবে সবুজ বন” এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের লামা বন বিভাগের উদ্যোগে হাতি সংরক্ষণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জান-মালের ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টায় লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
বন বিভাগের সূত্রে জানা যায়, লামা উপজেলার সরই ও ফাঁসিয়াখালী ইউনিয়নসহ হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে মোট ৫ লক্ষ ৯৫ হাজার টাকা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এছাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, সাংবাদিক, হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজন উপস্থিত ছিলেন।
বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। হাতির চলাচল করিডোর নষ্ট হওয়ায় হাতি গুলো লোকালয়ে চলে আসছে। হাতির বসবাসের জন্য অভয়ারণ্য প্রয়োজন।ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে মোট ৫ লক্ষ ৯৫ হাজার টাকা দেয়া হয়েছে।