বান্দরবানের লামা মাতামুহুরী নদীর মিশন ঘাটের চতরমাল্লার কুমে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ অর্পিতা সুশীল লামা পৌরসভা এলাকার মিশন গেইট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে ও বিলছড়ি হেব্রোণ মিশন খ্রিষ্টান স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায় (৩০ ডিসেম্বর সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে যান। এ সময় তিনজন গোসল শেষে উপরে উঠলেও অর্পিতা ঘাটের চতরমাল্লা কুমে পড়ে গেলে ডুবে যান।খবর পেয়ে চট্টগ্রামের ডুবুরি দল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে নামেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ অর্পিতা সুশীলকে উদ্ধার সম্ভব হয়নি। তবে অর্পিতাকে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানান,লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন কর্মকর্তা মো.আবদুল্লাহ।
থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)মো. শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে অর্পিতা সুশীল (১৪) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।তাকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।