বুধবার- ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামায় দেশীয় বন্দুকসহ উপজাতী যুবক আটক

বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা চেকপোস্টে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে একনালা দেশীয় বন্দুকসহ আটক হয়েছে এক উপজাতি যুবক।

বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে মাংলাও মারমা(২১) নামের এক উপজাতি যুবককে তল্লাশি করে তার সাথে থাকা বস্তা মুড়িয়ে রাখা গাদা বন্দুক উদ্ধার করেন চেক পোস্টে কর্তব্যরত সেনা ও পুলিশ সদস্যরা।

মাংলাও মারমা(২১)ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের ঘাড়ার বাসিন্দা কেওযাই মারমার ছেলে।

জানা যায়, ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ বনপুর বাজার হতে ইয়াংছা চেকপোস্ট অতিক্রমকালে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তাকে তল্লাশি করে কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই জামিল হোসেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে জানাযায়,অজ্ঞাত আসামীরা পাঁচ হাজার টাকার চুক্তির বিনিময়ে এক নালা দেশীয় বন্দুকটি অজ্ঞাত কোনো এক স্থানে পৌঁছে দেওয়ার জন্য তাকে ভাড়া করেন। কারা ভাড়া করেছেন সেটি জানার চেষ্টা করছেন পুলিশ।

লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, আমি জেনেছি আসামি এখনো থানায় স্থানান্তর করেনি, থানায় নিয়ে আসলে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়