বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে দুই ব্রিকফিল্ডকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়াও পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
৭’ই জানুয়ারি (মঙ্গলবার) লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের T.M.B ব্রিকস এবং ফাইতং ইউনিয়নের F.A.C ব্রিকস নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ২ লক্ষ করে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন, লামা থানা পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।