শুক্রবার- ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামায় চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি দুলাল,সম্পাদক শহিদুল

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি’র লামা উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে শুক্রবার ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ৬৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. ওসমান গণি দুলাল ও ৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. শহিদুল ইসলাম। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়নে একটানা ভোগ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন শীত উপেক্ষা করে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে উপজেলা পরিষদ চত্বর। কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় এর আগে সিনিয়র সহ সভাপতি পদে নু মং মার্মা, সহ সভাপতি পদে মো. জামসেদ, অর্থ সম্পাদক পদে সালাহ উদ্দিন শান্ত, সমাজ কল্যাণ সম্পাদক পদে হাসনাত আলী এবং ক্রিড়া ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে মো. ছাবের নির্বাচিত হন। ১১৪ জন ভোটারের মধ্যে ১০৯জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১ ভোট নষ্ট হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন, সামছুল আলম, মো. আলমগীর সদস্য সচিব এবং আবুল বাশার, শাহ জাহান ও মহি উদ্দিন সদস্যের দায়িত্ব পালন করেন। ভোট গনণা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. সামশুল আলম। তিনি বলেন, নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা আগামী তিন বছর সমিতির দায়িত্ব পালন করবেন। সুষ্ঠ, নিরপেক্ষ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় আইনশৃঙ্খলায় নিয়োজিত আনসার ভিডিপি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রার্থী, ভোটার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

9Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়