বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

লামায় ইউপি মেম্বারের হামলার শিকার প্রবাসীর স্ত্রী

বান্দরবানের লামায় বিচারের সিদ্ধান্ত মোতাবেক টাকা না দেওয়ায় নার্গিস আক্তার(৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী কে বেধরক পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ এপ্রিল)রাত ৯টার সময় লামা উপজেলার সরই ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বুড়াবন্যা এলাকায় হামলার শিকার হন এই গৃহবধু।

লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত অবস্থায় নির্যাতনের শিকার নার্গিস আক্তার সাংবাদিকদের বলেন, শাশুড়ী ছালেহা বেগম ভরণপোষনের জন্য চেয়ারম্যান ইদ্রিস কোম্পানীর বরাবরে একটি অভিযোগ দেয়।

অভিযোগের প্রেক্ষিতে এলাকার ৪নং ওয়ার্ডে সদস্য বাবুল মিয়াকে বিচারের দায়িত্ব দেওয়া হয়। ইউপি সদস্য বাবুল মিয়া উভয় পক্ষকে ডেকে শাশুড়ী ছালেহা বেগমকে মাসে আড়াই হাজার টাকা ভরণ পোষনের জন্য দিতে হবে ছেলে নুরুল আলমকে। বিচারের সিদ্ধান্ত অনুসারে নুরুল আলম এক হাজার টাকা দিতে সম্মত হয়।

ছেলে নুরুল আলম বিদেশে থাকায় প্রতিনিধিত্ব করছে তার স্ত্রী নার্গিস আক্তার। নার্গিস আক্তারের স্বামী নুরুল আলম বিদেশে অর্থনৈতিক ভাবে খারাপ অবস্থা থাকায় টাকা পাঠাতে পারছে না বিধায় বিচারের সিদ্ধান্ত মোতাবেক টাকা দিতে পারছিনা।

সে জন্য সরই ইউপি’র সদস্য বাবুল মিয়া গত ২৬ এপ্রিল রাত ৯টার সময় আমাকে বাড়ীর পাশে একটি দোকানে ডেকে এনে দোকান ভর্তি মানুষের সামনে লাকড়ীর গাছ দিয়ে বেধড়ক মারধর করে আমাকে।  আমি যন্ত্রনায় সহ্য করতে না পেরে রাতেই লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।

এব্যাপারে উপজেলার সরই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ বাবুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নার্গিস আক্তারকে বিচারের সিদ্ধান্ত মোতাবেক টাকা না দেওয়ার কারণ কি জানতে চাইলে নার্গিস আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি রাগের মাথায় লাকড়ী দিয়ে পায়ে দুটি আঘাত করেছি এখন আমাকে ফাসাঁনোর চেস্টা চলছে।

16Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়