মঙ্গলবার- ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

লামায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ৭ লক্ষ টাকা জরিমানা

বান্দরবানের লামার ফাইতং এলাকার অবৈধ ইট ভাটায় পাহাড় কাটার দায়ে প্রশাসনের অভিযানে ৭ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চলে। অভিযানে ০১.এমবিএম ব্রীকস,মালিক মো: মহিউদ্দিন,লম্বাশিয়া পাড়া,০২.এমবিআই ব্রীকস,মালিক মো: এনামুল হক, শিবাতলী পাড়া,ফাইতং,০৩. ইউএমবি ব্রীকস,মালিক আল মামুন, শিবাতলী পাড়া, ফাইতং, ০৪.এবিসি-৪,মালিক মো: বেলাল উদ্দিন, শিবাতলী পাড়া, ফাইতং,০৫.এমএইচবি ব্রীকস,মালিক মো: রিয়াদুল ইসলাম,ফাদুর ছড়া, ফাইতং,০৬.বিবিএম-২,মালিক মোক্তার আহমদ, শিবাতলী পাড়া, ফাইতং, ০৭.ইউবিএম ব্রীকস,মালিক মো: অলি উল্লাহ, হরিণখাইয়া, ফাইতং, এই ৭ ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন, ২০১৩ এর ৫(১) ও ৫(২) ধারা অনুযায়ী প্রতিটি ব্রীকস ফিল্ডকে =১,০০,০০০/-(এক লক্ষ) টাকা করে =৭,০০,০০০/-(সাত লক্ষ)টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার(০১লা জানুয়ারী)দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব এ সময় অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা থানা পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ এবং পরিবেশ অধিদপ্তর, বান্দরবান।

লামা সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব বলেন কোন ইটভাটার অনুমতি দেওয়া হয়নি বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় আজ ফাইতং ইউনিয়নে ২১ টি অবৈধ ইটভাটায় পরিদর্শন করি কোন ইট ভাটায় আগুন দেওয়া অবস্থায় পাইনি, পাহাড় কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ইট ভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। ইট ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

25Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়