রবিবার- ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

রুমায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, পুড়িয়ে দেওয়া হয়েছে বাস

বান্দরবানের রুমায় বাসচাপায় শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তেজিত হয়ে ঘাতক বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রুমা বেথেল পাড়া এলাকায় ঘটনাস্থলের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুল শিক্ষার্থীকে চাপা দেয়া ঘাতক বাসটি পুলিশ জব্দ করে থানা হেফাজতে নেয়ার সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ বাসটিকে থানা হেফাজতে নিয়ে যায়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক চালকের শাস্তির দাবীতে মানব বন্ধন করেছে।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ঘাতক বাসটি থানা হেফাজতে নিয়ে আসার সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা বাসটি হেফাজতে নিয়ে আসি।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১টার দিকে রুমা মডেল স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোথি ত্রিপুরাকে রাস্তা পার হওয়ার সময় চাপা দেয় ঘাতক বাসটি। এ সময় সে ঘটনাস্থলেই মারা যায়।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়