বৃহস্পতিবার- ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঘুমধুমে বিএনপির জনসমাবেশে সাচিং প্রু জেরী-

মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সবই রয়েছে তারেক রহমানের ৩১ দফায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ওপর জনমত গড়তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে জনসমাবেশ করেছে।

শনিবার উত্তর ঘুমধুম স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রæ জেরী বলেন, গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। তিনি এখন সেখানে বসে এদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন। তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না।

এদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে। প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রæ আরো বলেন, একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যা যা দরকার তার সব এই ৩১ দফায়। ফলে ৩১ দফা জনগণের কাছে পৌছানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে ৩১ দফা পৌছে দেওয়ার সাথে সাথে জনগণের সঙ্গে থাকতে বলেছেন তিনি। তারেক রহমানের এই নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহবান জানান।

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওসমান গণি বলেছেন, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সেই আলোকে অন্তর্র্বতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করেছেন। এটি তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাকের প্রতিফলন। দেশনেত্রী খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। যারা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছেন তাদের বান্দরবান থেকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশ বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা সা শৈ প্রæ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, মুজিবুর রশিদ, মশিউর রহমান মিঠুন, নুরুল আলম কোম্পানী, আমির হোসেন আমু, থোয়াইনু অং মারমা, মহিলাদল সভাপতি কাজী নিরুতাজ বেগম, উম্মে কুলসুম সুলতানা লীনা, জেলা যুবদল সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি বিএনপি নেতা ওফোসা মার্মা, ঘুমধুম বিএনপি নেতা হায়দার, জেলা ছাত্রদল নেতা আবু বক্কর, নুরুল কাশেম, সাইফুদ্দিন বাহাদুর, ইয়াহিয়া খান চৌধুরী মামুন, সাংবাদিক আবদুর রশিদ, উপজেলা ছাত্রদল নেতা মামুন প্রমুখ।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়