বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

মহেলখালীতে রাত পোহালেই ভোট

বাজিমাৎ করতে পারেন গোলাম কুদ্দুস চৌধুরী

রাত পোহালেই উৎসব আর অজানা শঙ্কার মধ্যে দিয়ে বহুল প্রতিক্ষীত মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচনের যন্ত্রপাতি কেন্দ্রে কেন্দ্রে সরবরাহের কাজ করেছে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তারা।

এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার—প্রচারণা শেষ হয়েছে গতকাল সোমবার।

নির্বাচনে প্রথম থেকে হাবিব উল্লাহ টুপি, জয়নাল দোয়াত কলম দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনাই পরিষ্কার হলেও মোটর সাইকেল গোলাম কুদ্দুস চৌধুরীর সাথে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা করবে বলে শেষ মুর্হুতে এসে তা অনেকটা পরিষ্কার। তবে কেউ কেউ উত্তরের গোলাম কুদ্দুস চৌধুরী এক মাত্র প্রার্থী হওয়ায় বিপুল সংখ্যাক ভোট পাবেন এমনটি বলছেন ভোটাররা।

এদিকে মহেশখালীর উত্তর প্রান্তের ভোটার অধ্যুষিত এলাকার এক মাত্র প্রার্থী কালারমারছড়া ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ন্যায় পরায়ণ, ক্লিন ইমেজের নেতা হিসাবে পরিচিত গোলাম কুদ্দুস চৌধুরী ভোটের পুর্বে ভোটারদের মাঝে উত্তর দক্ষিণের বিভাজনের সমিকরন কাজে লাগিয়ে জেতার সম্ভাবনা তৈরি করতে পারে বলে বিভিন্ন তথ্য সুত্রে উঠে আসছে।

প্রথম থেকে ভোটার অধ্যুষিত এলাকা উত্তর মহেশখালীর মানুষ গোলাম কুদ্দুসের বিপক্ষে থাকলে শেষ মুহুর্তে এসে ভোটাররা তার পক্ষে আঞ্চলিকতার টানে সাই দিচ্ছেন বলে জানাগেছে। ব্যক্তি গোলাম কুদ্দুস চৌধুরীর চেয়ে তার পুত্র ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটার মাঠে অনেকটা সাড়া ফেলে ভোটার টেনেছেন গোলাম কুদ্দুস চৌধুরী তথা মোটর সাইকেল মার্কার জন্য। তাই অনেক বলছেন তিনি শেষ মুর্হুতে এসে বাজিমাৎ দেখাতে পারেন।
মূলত দলীয় প্রতীক নৌকা না থাকা এবং বিএনপি অংশ না নেয়ায় মহেশখালীতে প্রথমদিকে প্রচারণা ও নির্বাচনী আমেজ তেমন সৃষ্টি হয়নি। তবে এখন বেশ জমে উঠেছে। ভোটারদের অভিমত, মহেশখালীর একেবারেই উত্তর প্রান্তে মাতারবাড়ী, ধলঘাটা, কালামারছড়া, শাপলাপুর এবং হোয়ানকসহ মোট পাঁচটি ইউনিয়নের ভোট যে প্রার্থী বেশি টানতে পারবেন তিনিই বিজয়ী হবেন। কারণ অন্য চারজন প্রার্থীই দক্ষিণ মহেশখালী এলাকায়।
শেষমেশ উত্তর মহেশখালীর মানুষ গোলাম কুদ্দুস চৌধুরী মোটর সাইকেল মার্কাকে ভোট দিবেন এমনটি বলছেন অনেকে।

সহকারি রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পাল জানান, মহেশখালী পৌরসভা ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৯০টি কেন্দ্রে এবার ইভিএমে ভোট গ্রহণ হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নতুনভাবে চিহ্নিত করা হয়েছে। ভোটগ্রহণ শতভাগ সুষ্ঠু হওয়ার বিষয়ে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, কোন সন্ত্রাসীদের আনাগোনা দেখলে সরাসরি আইগত ব্যবস্থা পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করার পাশাপাশি প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ###

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়