বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী জাহেদ

আসন্ন বোয়ালখালী  উপজেলা পরিষদ নির্বাচনে   চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী আলহাজ্ব মো: জাহেদুল হক। তিনি চট্টগ্রাম দক্ষিনজেলা আওয়ামী লীগের উপদেষ্টা।

স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, বোয়ালখালী হাজি মো: নুরুল হক ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, চট্টগ্রাম রাইজিং স্টার ক্লাবের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, আর্মি গল্ফ ক্লাব ঢাকা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য; চট্টগ্রাম ক্লাব লিমিটেড, চট্টগ্রাম বোট ক্লাব, চট্টগ্রাম কলেজিয়েট ক্লাব এবং চট্টগ্রাম সিনিয়রস ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য। এছাড়াও তিনি আমেনিয়া ফোরকানিয়া নূরীয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর।

বোয়ালখালী  উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করে আলহাজ্ব মো: জাহেদুল হক বলেন- আমি নির্বাচিত হলে বোয়ালখালী উপজেলা সন্ত্রাস, জুয়ামুক্ত একটি ডিজিটাল সুন্দর উপজেলা হিসেবে উপহার দেব।

তিনি আরো বলেন- তরুণ -তরুণী  গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ এরই অংশ হিসেবে  জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিব। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে ছিলাম,

জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি আরো গভীরভাবে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে  থাকবো। জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক।  সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদন ও কর্মমূখী করতে উৎসাহিত করতে চাই। তৃনমুল  নারী উদ্যেক্তা নিয়ে কর্মসংস্থান সৃস্টি করতে চাই।

আমি দলমত নির্বিশেষে  উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের দোয়া ও ভালোবাসা তার  আগামীর পথ সুগম হবে এবং নির্বাচনে জনগন তাকেই বিপুল ভোটে নির্বাচিত করে জয়ের মালা পড়িয়ে দিবেন।

প্রসঙ্গগত, তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাধীন পশ্চিম শাকপুরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাশ করেন। ১৯৯২ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থইস্ট লুইসিয়ানা ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন।

তাঁর পিতা হাজী মোঃ নুরুল হক সওদাগর ছিলেন একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও ধর্মভীরু। অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে উনার অবদান অনস্বীকার্য। তিনি “বোয়ালখালী হাজী মোঃ নুরুল হক ডিগ্রী কলেজ, শাকপুরা, চট্টগ্রাম” প্রতিষ্ঠা করেন। তিনি শাকপুরা দারুচ্ছান্নাত কামিল (এম.এ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

101Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়