বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা’র হাতে চলমান বন্যা ও প্রবল জোয়ারে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের লক্ষে মানবিক সহায়তা প্রদান করেছেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ নেতৃবৃন্দ।
রবিবার(২৫ আগষ্ট) বিকাল ৪ টায় ইউএনও’র কার্য্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- শাকপুরা শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সেবায়েত সাধক ডালিম বড়ুয়া, বোয়ালখালী প্যাথলজির চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার হোসেন,
বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া ও প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া।
এসময় উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন- বন্যায় আক্রান্তদের মাঝে বিভিন্ন সংগঠন,ব্যক্তি বিশেষ ও সরকারের পক্ষ থেকে যেভাবে সহায়তা দেয়া হচ্ছে তা একটা মানবিক কাজ। এছাড়া বন্যা কবল থেকে উদ্ধার ও পরবর্তী পুনর্বাসনের সময়ও আরো বেশী বেশী সহায়তা দিতে হবে, না হয় তখন এর থেকেও আরো বেশী মানবতা বিপন্ন হয়ে পড়বে। সুতরাং সবাই এসব বিষয় গুলো মাথায় রেখে বন্যার্থ্যাদের পাশে এগিয়ে আসতে হবে।