বোয়ালখালীতে বিএনপি কতৃর্ক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুতির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার চরনদ্বীপ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে চরনদ্বীপ ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আক্কাস খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিনজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মো: আবু সুফিয়ান, প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হাজি মো: ইসহাক চৌধুরী
প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন,দেশের উন্নয়নের নাম দিয়ে হাজার হাজার টাকা পাঠার করেছে এই আওয়ামী লীগ।
বোয়ালখালীসহ দক্ষিন চট্টগ্রামবাসি কালুরঘাট সেতু করার জন্য বলতে বলতে মুখে ফেনা তুলতেও তা করেনি করেছে কর্নফুলি টার্নেল প্রতিদিন নাকি ৩৭ হাজার টাকা ঘাটতি দিতে হচ্ছে এই টাকা গুলো আমাদের পকেট থেকে যাবে। কমিশনের জন্য কালুরঘাট সেতু না করে টার্নেল করেছে। দুর্নীতি করে মানুষের পকেট কেটে যে টাকা বিদেশে পাঠার করেছে ইনশাআল্লাহ সে টাকা দেশে ফেরত আনা হবে। দেশের উন্নয়নে ব্যয় করা হবে।
চরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাজি শওকত আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আবদুল করিম, শেখ মনির, মজিবুর রহমান,হাজি পেয়ার মোহাম্মদ,
মো: খোকন, সেলিম মেম্বার,মো: করিম, রুস্তম আলম,হাজি নুরুল আলম,মো: শহিদ, হামিদুল হক খান,হাজি জামাল হোসেন চৌধুরী , মীর ইলিয়াস, মহসীন খোকন,শহিদ, মো: মিশাল,মো: আরাফাত চৌধুরী, মো: আরফাতুল
এছাড়াও উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।