শুক্রবার- ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বোয়ালখালীতে হাতির আক্রমণে আহত শ্রমিকের মৃত্যু

বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ের দো-চাইল্যা নামক স্থানে বন্যহাতির হামলায় আহত শ্রমিক বিধান দে’র (৪৮) পাঁচদিন পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার(৩১ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

নিহত বিধান দে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ার মৃত ঝুনুরাম দে’র ছেলে। তার দুই ছেলে রয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা পাহাড়ে বন্য হাতি আক্রমণে চারজন কৃষক আহত হয়। এতে গুরুতর আহত হন বিধান দে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়