বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে চৈতি দে (১৬) ও শফিকুল ইসলাম (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উপজেলা৷ উত্তর সারোয়াতলী এলাকায় ক্যাম্প কমান্ডার মেজর রাসেল এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চৈতি দে উত্তর সারোয়াতলী এলাকার মনা দে,র মেয়ে ও শফিকুল ইসলাম সুন্দরপুর এলাকার, চাঁপাইনবাবগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজতে ৫০০ মিঃলিঃ দেশি মদ, ১শত গ্রাম গাঁজা,দুই লক্ষ আটাশ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার মাদক বিক্রেতা ১ জন ও মাদক সেবনকারী ১জনকে কে আটক করা হয়।
বোয়ালখালী ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, জব্দকৃত মালামাল ও আসামিদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
0Shares