শনিবার- ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বোয়ালখালীতে শাহ্ মাবুদিয়া ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটি ও স্মরণ সভা অনুষ্ঠিত

শাহ্ মাবুদিয়া ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিঠির উদ্যোগে শাহ্ মাবুদিয়া দরবার শরীফের রাহবার পীরে তরিক্বত হুজুর আল্লামা শাহসুফি অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ) বড় হুজুর কেবলার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টা থেকে অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সচিব সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন, চট্টগ্রাম নেছারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা মোহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী। সারা দেশে অসংখ্য দ্বীনি ও মানব কল্যাণী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ.) এর স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হুজুরের জীবনদর্শন মানবতাবাদী, সুফিইজম, সমাজ ও তরিক্বতের সংস্কারের এক অনন্য নিদর্শন। মানব কল্যাণের উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা পীর মুফতি আবদুর রহীম আলকাদেরী (রহ.)।

শাহ্ মাবুদিয়া ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. তৌহিদুল আলম আকিব এর সভাপতিত্বে ও হাফেজ মো. জাহিদুল ইসলাম জিকু’র সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, শাহ মাবুদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মোহাম্মদ আবদুল করিম আলকাদেরী, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসা গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ্ব মো. নুরুল আলম, বিশেষ মেহমান দরবারে শাহ মাবুদিয়ার নায়েবে সাজ্জাদানশীন হাফেজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাত, সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ সিহাব, অধ্যাপক মাওলানা মো. গোলাম হোসেন আলকাদেরী, অধ্যাপক মাহবুবুল আলম, ডাক্তার মো. আবদুচ ছবুর, মাও. ইমাম উদ্দিন, মাও. রুহুল আমিন রহিমী, মো. শহিদুল আলম প্রমূখ।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়