বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বোয়ালখালীতে প্রবারণা ও কঠিন চীবর দান উপলক্ষে প্রশাসন-বৌদ্ধ নেতৃবৃন্দের মতবিনিময় 

শুভ প্রবারণা ও দানশ্রেষ্ঠ কঠিন চীবর উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসনের সাথে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৫ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ বাস্তবায়নে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।
উপজেলা পরিষদ মিলনায়তন স্বাধীনতায় অনুষ্ঠিত এ সভায় অতিথি ছিলেন- বাংলাদেশ সেনা বাহিনীর উপজেলা কমান্ড মেজর শওকত, উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ তদন্ত খাইরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, পল্লী বিদ্যুতের ডিজিএম স ম মিজানুর রহমান, দমকল বাহিনীর উপজেলা অফিসার মোঃ সাইদুর আলম।

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি লায়ন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়ার স্বাগত বক্তব্য ও সাংবাদিক অধীর বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভার প্রারম্ভে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন- খরণদ্বীপ আর্য্যবোধি বিহারের আবাসিক শ্রীমৎ প্রজ্ঞাকীর্তি ভিক্ষু।

এতে আশির্বাদক ছিলেন- জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনানন্দ মহাস্থবির,  বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি শ্রীমৎ বিপসসী মহাস্থবির,  শ্রীপুর আদি শাক্যমুনি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ মহাস্থবির,  কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দীপানন্দ স্থবির, খরণদ্বীপ আর্যবোধি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ কীর্তিপাল থের,

কধুরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যানন্দ থের, শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ শীলপ্রিয় থের,  শ্রীপুর মহাশ্মশানের অধ্যক্ষ  শ্রীমৎ ধর্মমিত্র থের।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস,  অধ্যাপক সুমল কান্তি বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সহ সভাপতি জেষু বড়ুয়া চৌধুরী, রাজু বড়ুয়া, সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া,  যুগ্ম সাধারন  রাহুল বড়ুয়া, সহ সম্পাদক ছোটন বড়ুয়া, অর্থ সম্পাদক শিক্ষক উজ্বল মুৎসুদ্দি, ধর্মীয় সম্পাদক সজল তালুকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বদীপ বড়ুয়া, সদস্য আশুতোষ বড়ুয়া, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, শম্ভুমিত্র বড়ুয়া, শিক্ষক রয়েল বড়ুয়া।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণতোষ বড়ুয়া,  বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া দুকুল, অমরেন্দ্র লাল বড়ুয়া, সত্যন্দ্রনাথ সত্য, বকুল বড়ুয়া, বিকাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বোয়ালখালী শাখার সদস্য সচিব কাজল বড়ুয়া, অর্থ সচিব শিক্ষক রাজীব বড়ুয়াসহ বোয়ালখালীর বিভিন্ন বৌদ্ধ পল্লীর মান্যগণ্য ব্যক্তিবর্গ। পরে ইউএনও হিমাদ্রী খীসা, মেজর শওকত বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে জিআর প্রকল্পের চাউলের ডিউ বিতরণ করেন।

1Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়