চট্টগ্রামের বোয়ালখালীতে গরু চোর চক্রের মূল হোতা মোহাম্মদ কালু (৫০)কে আটক করেছে পুলিশ ।
গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাকপুরা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বোয়ালখালী পুলিশ ।
গ্রেফতারকৃত,মোহাম্মদ কালু( ৫০) পটিয়া উপজেলার চরকানাই ৬নং ওয়ার্ডের ইমাম শরীফ চৌকিদার বাড়ীর আবুল বশরের পুত্র।
বোয়ালখালীর থানা সূত্রে জানা যায়,কালু শাকপুরা ইউনিয়নে দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন।সে গরু চোর চক্রের মূল হোতা ছিলেন।কালু ও তার বাহিনীর সদস্যরা বোয়ালখালী বিভিন্ন এলাকার কৃষকের গরু চুরির ঘটনাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)
গোলাম সারোয়ার বলেন, কালুর পরিকল্পনা অনুযায়ী বোয়ালখালী ও পটিয়া বিভিন্ন অঞ্চলের চোর সদস্যরা আশপাশের এলাকাগুলোতে গরু চুরি করতো। এ ব্যাপারে বোয়ালখালী থানায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। গরু চুরি রোধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।