বোয়ালখালীতে ইসলামী রেনেসাঁস পরিষদের উদ্যোগে শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার উপজেলা পশ্চিম শাকপুরা আহমদ হোসেন মেম্বারের বাড়িতে এই শীতবস্ত্র বিতরন করা হয়।
ইসলামী রেনেসাঁ পরিষদের প্রতিষ্ঠা সভাপতি আহমদ হোসেন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. আবু নাছের,
বিশেষ অতিথি ছিলেন, সাইফুল ইসলাম, আজিজুল হক চৌধুরী,মুফিজুর রহমান, সাইফুল ইসলাম শিপুসহ নেতৃত্ববৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আবু নাছের বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের করুণা করা নয় ,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।