বান্দরবান সরকারী কলেজে কথিত শিক্ষক কর্তৃক এইচএসসির নির্বাচনী পরীক্ষা বানচাল, কলেজে ভাংচুর, শিক্ষকদের মানহানি ও ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে প্রতিবাস সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করে।
এসময় তারা চার দফা দাবী দাওয়া কলেজ অধ্যক্ষের কাছে তুলে ধরেছেন। যারমধ্যে রয়েছে অভিযুক্ত শিক্ষক আমানউল্লার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, কলেজে বিশৃংখলার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, আনীত অভিযোগ অধ্যক্ষের কাছে সুষ্পষ্ট জবাব এবং বানচালকৃত পরীক্ষা পুনরায় রুটিন প্রকাশের মাধ্যমে নেওয়ার দাবী জানান।
পাশাপাশি অভিযুক্ত শিক্ষককে কলেজে প্রবেশে নিষেধাজ্ঞার দাবী জানান তারা। এসময় বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখন, সাইম উদ্দিন, হাবিব মাহমুদ, আবু সাইদ ইমরান, আশফাকুল ইসলাম, সাইফুল ইসলাম রাজু, মো: রফিক, রুমি আক্তার প্রমুখ।
জানা গেছে, আমানউল্লাহ নামে এক শিক্ষক সম্প্রতি বান্দরবান কলেজের অধ্যক্ষসহ কলেজ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। সাবেক এক শিক্ষকের প্ররোচনায় একটি অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা চালায়। ওই শিক্ষকের বিরুদ্ধে কোচিং সেন্টারের মাধ্যমে কলেজের প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ রয়েছে।
এই প্রসঙ্গে বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ নুরুল আবছার চৌধুরী জানান, আমান উল্লাহ প্রকৃতপক্ষে কলেজের কোন শিক্ষক নয়। ৫আগস্টের আগে ও পরে নানাভাবে তিনি আমাকে চাপ প্রয়োগ করেছেন। সাবেক এক শিক্ষকের অনুরোধে তিনি কলেজে পরীক্ষার ডিউটি করতেন।
নিয়োগপ্রাপ্ত কিংবা খন্ডকালীন শিক্ষক ছিলেন না। বর্তমানে শিক্ষার্থীদের পক্ষ থেকে আসা অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।